A Complete Guidelines of Windows Installation


 

Operating System Installation:

OS installation is an important fact. It is very important to use Computer. It is easy to setup OS but Sometimes it is very difficult. To install OS, Some Basic Element should be known:

First Step: Motherboard of Computer (Legacy or UEFI)

BIOS (Legacy) or UEFI of Mother Board should be Check First. We know There are two Mode of motherboard

BIOS/Legacy:

the Older Motherboard ( G31,41,61 Etc)

 

UEFI:

 The New Motherboard ( G81 and Later Version )

 

NB: Some New Motherboard has two Mode  (  Legacy and UEFI)

 

Checking Way of BIOS ( Legacy or UEFI )

1.   Entering BIOS  by Pressing BIOS Key (I,e For Esonic Motherboard Press Del key at the time of computer Start )  & see the BIOS Settings

 

2.   Run>>>>>MSinfo32 >>>  See the BIOS Mode

 

 

2nd Step: Storage ( HDD or SSD) Partiton Type: (MBR or GPT)

If Motherboard Support BIOS (Legacy),  Hard Disk Drive (HDD) or Solid State Drive (SSD) should Partition in MBR ( Master Boot Record)  If Motherboard Support UEFI, Then Hard Disk Drive (HDD) or Solid State Drive (SSD) should Partition in GPT Style.

 

MBR:  MBR Stand For Master Boot Record. It is Old Partition Type.

Features: MBR

Ø  Maximum Storage (HDD or SSD) Support 2  TB

Ø  Maximum Partition Size 2 TB

Ø  4 Primary Partition Support

 (You Must Need Primary  Partition for Installing Operating System)

 

 

 

 

 

 

 

 

 


GPT:

GPT is a new Partition Type. It is Better than MBR. If your motherboard is UEFI, then your Storage Must be partitioned in GPT Type

 

Feature of GPT:

Ø  Maximum Storage (HDD or SSD) Support 18 Exabytes ( 1 Million TB )

Ø  Maximum Partition Size 18 Exabytes ( 1 Million TB )

Ø  128  Primary Partition Support for Windows Operating System

How To Check MBR or GPT

Ø Search>>>>>Computer Management>>>>>Disk Management >>>>>Right Click disk>>>>Properties>Volume

 

Ø Run>>>CMD>>>>Diskpart>>>>>List Disk

 

( List disk এ GPT এর স্থানে *  থাকলে GPT otherwise MBR )

 

3rd Step: File System of Storage (SSD or HDD):

 

FAT32:

ü Maximum Partiton Size 2 TB

ü Maximum File Size 4 GB

ü File Name 8.3 Character

ü Can be used in Linux, Mac and others

ü Older compared to NTFS

 

NTFS:

ü Maximum Partiton Size 128 PB

ü Maximum File Size 128  PB

ü File Name 255 Character

ü Used Windows only

ü Default File system of Windows

 

 

 

ExFAT:

 

 

 

 

( সার্বিক দিক দিয়ে Windows ব্যবহারকারীদের জন্য NTFS ভাল)

 

How to Check FAT32 or NTFS:

Search>>>>>Computer Management>>>>>Disk Management

Core Concept of Installing Windows

   

 

 

 

 

How to Convert MBR to GPT & Vice Versa

Method 1: Using CMD

Run>>>diskpart>>List disk>>>Select Disk………>>>>Clean>>>Convert GPT/MBR>>>>Exit

NB: Press Shift+F10 to Run Command Prompt during Windows Installation

 

বিশেষ নোট:

Windows Install করার সময় যে কম্পিউটারে Operating System Install করা হবে কিংবা  যেটি থেকে বুটেবল করা হবে তার ফাইল Type NTFS হলেও FAT32 Format এ পেনড্রাইভ বুটেবল করে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হবে। । অনুরপভাবে Windows Install করার সময় যে কম্পিউটারে Operating System Install করা হবে কিংবা  যেটি থেকে বুটেবল করা হবে তার ফাইল Type FAT32  হলেও NTFS  Format এ পেনড্রাইভ বুটেবল করে অপারেটিং সিস্টেম Install করতে হবে।

 

 

অপারেটিং সিস্টেম ইন্সটল করার পদ্ধতি:

বিভিন্নভাবে অপারেটিং সিস্টেম ইন্সটল করা  যায়। নিচে বহুল ব্যবহৃত কয়েকটি পদ্ধতি আলোচনা করা হলো।

 

পদ্ধতি-১:

এটি কেবলমাত্র চলমান বা রানিং কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য । প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার সংগ্রহ করে ( প্রয়োজনে আইএসও ফাইল আনজিপ করে বা ডিভিডি ফাইল কপি করে ) অন্যান্য সাধারণ সফটওয়্যার এর মত ইন্সটল করতে হবে।

 

পদ্ধতি-২:

CD/DVD Disk এর সাহায়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করা  যায়। এক্ষেত্রে Internal DVD Writer or External DVD Writer এর সাহায়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করা  যায়। প্রথমে বায়োস মেনু প্রয়োজনীয় সেটিং ঠিক করে (প্রযোজ্য ক্ষেত্রে ) সিডি/ডিভিডি ডিস্ক প্রবেশ করিয়ে প্রযোজ্য কী চেপে বুট মেনুর মাধ্যমে বুট করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা  যায়।

 

Necessary BIOS/Legacy/UEFI Settings:

§  Entering BIOS Menu ( Del, F12, F10, Esc etc)

§  Enable Boot Menu

§  Boot Priority Set

§  Enabling BIOS Mode ( Legacy or UEFI ) According to Storage File Type (MBR or GPT)

§  Enable USB, HDD, SSD and Others

§  Turn of Secure Boot ( To Turn of Secure boot Admin Password should be set)

§  Others Settings

 

 

পদ্ধতি-৩:

অপারেটিং সিস্টেম ইন্সটল করার এটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এক্ষেত্রে পেনড্রাইভ বুট এবল করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা  যায়। পেনড্রাইভ বিভিন্নভাবে বুটেবল করা যায়।

 

Using CMD:

Search>>>>

 

CMD (Run As Administer )

>>>diskpart

>>>List disk

>>>>select disk 1

>>>>Clean

>>>Create Partition Primary

>>>Select Partiton 1

>>>format fs=ntfs /fat32 quick

>>>>active

>>>exit

 

NB: সব সময় NTFS দিয়ে করতে হবে। তবে GPT এর ক্ষেত্রে NTFS ফরম্যাটে অপারেটিং সিস্টেম ইন্সটল না হলে FAT32 দিয়ে করতে হবে। FAT32 এ যেহেতু 4 GB এর বেশি সিঙ্গেল ফাইল সাপোর্ট করেনা তাই CMD ব্যবহার করতে হবে বা পুরাতন ISO ( যেটির সাইজ 4 জিবি এর কাছাকাছি বা বেশি ) দিয়ে Rufus এর সাহায্যে বুটেবল করতে হবে।

পেনড্রাইভ বুটেবল করার শেষে প্রয়োজনীয় ফাইল ( সিডি/ডিভিডি বা আইএসও ফাইল আনজিপ বা Mount করে) পেনড্রাইভ এ পেস্ট করতে হবে। এবং যথা নিয়মে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে।

 

Using Third Party Software:

 

v Rufus ( need ISO File to Bootable Pendrive )

v Windows Media Creation Tool

 

বিশেষ নোট: Rufus এর ক্ষেত্রে ISO File অনুযায়ী Partition Type ( MBR or GPT) এবং File System (NTFS/FAT32) Option লক্ষণীয়।

 

 

 

 

 

 

Windows Installation Problem and Solution:

 

 

Problem: 1

Windows Install করার সময় সকল ধাপ সম্পন্ন হওয়ার পর আবার শুরু থেকে সেটআপ নিচ্ছে। অর্থাৎ আবার প্রথম থেকে শুরু হচ্ছে।

 

 

Why:

 ফাইল Missing এর কারণে এমন সমস্যা হতে পারে।

 

Solution:

সকল স্টেপ সম্পন্ন হওয়ার পরে যখন কম্পিউটার রিস্টার্ট নিবে  তখন সাথে সাথে পেনড্রাইভ বের করে নিতে হবে। এটিতে কাজ না হলে আইএসও ফাইল পরিবর্তন করতে হবে।

 

 

 

 

 

Problem:-2

Windows Can not Install on this disk. The Selected disk is of the GPT Partition Style

                                       Or

Windows Can not Install on this disk. The Selected disk is of the MBR Partition Style

 

 

Why:

BIOS & Storage এর মধ্যে সমন্বয় না থাকলে এমন সমস্যা  হয়।

 

Solution:

যদি Motherboard এ Legacy & UEFI Support করে BIOS mode পরিবর্তন করে (Legacy-MBR/UEFI-GPT)  করতে হবে। অর্থাৎ Storage GPT থাকলে UEFI and MBR থাকলে Legacy করতে হবে।

 

 

যদি মাদারবোর্ড এ Legacy & UEFI Support না করে তবে Storage change করতে হবে। Legacy থাকলে MBR and UEFI থাকলে GPT

তে পরিবর্তন করতে হবে।

 

 

 

(Press Shift+F10 to Open CMD at error Message shown in during Windows Installation )

Diskpart

List Disk

Select disk *  (  * Means The Desired disk )

Clean

Convert MBR/GPT

Exit)

 

 

Problem-3:

A media Driver your Computer missing. This Could be a DVD, USB. Or Hard Disk Drive. If you have a CD, DVD or USB Flash Drive with the driver on it, Please insert it

 

 

Reason:

ü Missing Driver in DVD or USB with Motherboard

ü The ISO File Problem

ü The Faulty DVD or USB Drive

ü Others

 

 

 

Solution:

1.    Change USB Port ( Prefer Backside USB 2.0 Port)

 

2.      Bootable Format of USB Flash Drive Change (FAT32 Can be used instead of NTFS)

 

3.       Use Intel Rapid Storage Technology ( download Form internet through another Computer keep it another Pendrive , then unzip it, insert the pendrive during windows installation along with bootable pendrive )

 

 

4.    Cancel Installation & Re Plug Pendrive

 

5.      Change ISO file and USB Flash Drive (Unofficial ISO I,e which is not download from direct Microsoft website )

 

6.      Change BIOS Setting

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

How to Download Videos from YouTube (Mobile & PC )

বর্তমানে  যে কয়টি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে youtube নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। ভিডিও দেখা, ডাউনলোড করা,  আপলোড, শেয়ারিং ইত্যাদির ক্ষেত্রে youtube এর জুড়ি নেই। যেকোন সমস্যার সমাধান  আজকাল youtube এ পাওয়া যায়। তবে youtube থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত লিখছি। আশা করি পুরোটা পড়বেন ।

 

মোবাইল থেকে ভিডিও ডাউনলোড:

পদ্ধতি-১:

এটি একটি সহজ পদ্ধতি । প্রথমে গুগল প্লে স্টোর থেকে youtube এ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাটা কানেকশন অন করে youtube এ ভিডিও  দেখতে হবে। যেটি ডাউনলোড করতে আগ্রহী তার উপর ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। এখানে বিভিন্ন ফরম্যাট দেখাবে। পছন্দ অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে হবে।

 

সুবিধা:

এটি সবথেকে সহজ একটি পদ্ধতি। এখানে ভিডিও ডাউনলোড করতে  কোন অসুবিধা হয় না।

 

অসুবিধা:

1.    এটি ফোন মেমরি দখল করে ফোন স্লো করে দেয়।

2.    এ্যাপ কিংবা ফোন রিসেট দিলে ভিডিও থাকেনা।

3.    সবথেকে বড় অসুবিধা হলো ডিভিও অন্যান্য ডিভাইস এ ট্রান্সফার করা যায় না।

 

 

 

পদ্ধতি-২:

এক্ষেত্রে youtube থেকে  ভিডিও ডাউনলোড করতে হলে Third Party app use করতে হবে। Vidmate  & Tube mate হলো  এমন দুটি App । এ এ্যাপ দুটি প্লে স্টোর  এ পাওয়া যায় না। কেননা এটি অনেক বেশি পারমিশন চায়। internet থেকে Vidmate download করে ইন্সটল করতে হবে।

বিশেষ নোট: Vidmate দিয়ে ডাউনলোড কৃত ভিডিও  প্লে করার জন্য play it app ব্যবহার করতে হবে।

 

সুবিধা:

1.    এটি ফোন মেমরি দখল করে ফোন স্লো করে দেয় না।

2.    এ্যাপ কিংবা ফোন রিসেট দিলে ভিডিও থাকে।

3.    সবথেকে বড় সুবিধা হলো ডিভিও অন্যান্য ডিভাইস এ ট্রান্সফার করা যায় ।

অসুবিধা:

1.    Video play করার জন্য Playit app ব্যবহার করতে হয়।

2.    এ্যাড আসে।

3.    সিকিউরিটি নিয়ে কিছু সন্দেহ থাকে যেহেতু এটি Play Store এ পাওয়া যায় ন।

4.    HD file অনেক সময় Smoothly Run হয় না।

 

 

 

Mobile এ ডাউনলোড কৃত ভিডিও কম্পিউটারে দেখা:

এক্ষেত্রে দুটি উপায় অবলম্বন করা যেতে পারে।

1.    www.playit.app এ ওয়েবসাইট থেকে Computer এ Play It Media Player টি ডাউন করে ইনস্টল করতে হবে। তাহলে vidmate দিয়ে ডাউনলোড কৃত ভিডিও সমুহ Play it Player  এ ওপেন করা যাবে।

 

2.     এক্ষেত্রে কম্পিউটারে Android App ব্যবহার করার জন্য একটি Emulator ব্যবহার করতে হবে। Blue Stack হলো জনপ্রিয় একটি Emulator। এটির সাহায্যে vidmate দিয়ে ডাউনলোড কৃত ভিডিও সমুহ Play it app  এ ওপেন করা যাবে।

 

 

কম্পিউটার  থেকে ভিডিও ডাউনলোড:

 

পদ্ধতি-১ Use of Extension:

এক্ষেত্রে Mozila Firefox ব্যবহার করতে হবে। 1 Click Video Downloader Extension use করতে হবে।

 

পদ্ধতি-২ use of Downloader:

এক্ষেত্রে বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে হবে। নিন্মোক্ত ডাউনলোড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।

o   IDM ( Internet Download Manager )

o   EDM ( Eagle get Download Manager ) -free

o   FDM  ( Free Download Manager)

 

No comments

Universal pension scheme-সর্বজনীন পেনশন স্কিম

                 প্রাক কথন: দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওত...

Powered by Blogger.